সব

জলবায়ু প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক প্রধান্য ও অনিয়ম: টিআইবি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 23rd January 2017at 1:02 pm
51 Views

13স্টাফ রিপোর্টারঃ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সরকারের বাস্তবায়ন করা প্রকল্পে রাজনৈতিক প্রাধান্য, দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি, প্রকল্প বাস্তবায়নে জনসম্পৃক্ততা না থাকা, সম্ভাব্যতা যাচাই না করে প্রকল্প প্রণয়ন ইত্যাদি অনিয়ম উঠে এসেছে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে ‘জলবায়ু অর্থায়ন ও স্থানীয় সরকার প্রকল্প বাস্তবায়নে সুশাসন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ১০৮টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে টিআইবি ৬টি প্রকল্প নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে।

সংবাদ সম্মেলনে ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, রিসার্চ অ্যান্ড পলিসি পরিচালক মো. রফিকুল হাসান প্রমুখ।

 

 

 


সর্বশেষ খবর