সব

১৯ ভবন ধ্বংস ১০ সেকেন্ডে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 23rd January 2017at 1:21 pm
57 Views

14আন্তর্জাতিক ডেস্কঃ ‍বিস্ফোরণ ঘটিয়ে মাত্র ১০ সেকেন্ডে ১৯টি ভবন সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে চীন। নতুন স্থাপনা গড়তে পুরনো ওই ভবনগুলো ধ্বংস করে দেশটি।

রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে চীনের হুবাই প্রদেশের হুয়ান এলাকায় এ বিস্ফোরণ ঘটানো হয়।

সিসিটিভির ক্যামেরায় একটি ভিডিওতে দেখা যায়, একসঙ্গে বিস্ফোরিত হওয়ার পরেই ধসে পড়ছে ১৯টি সুউচ্চ ভবন।

বিস্ফোরণ বিভাগের মহাপরিচালক জিয়া ইয়ংসেন বলেন, শহরের কেন্দ্রস্থলে এমন বিস্ফোরণের সময় আমাদের শুধু ভবন ধ্বংসের দিকেই নজর দিলে হয় না।এর আশ পাশে যারা থাকেন, তাদের অসুবিধার দিকেও নজর দিতে হয়।

তিনি আরও জানান, একসঙ্গে ভবনগুলো ধ্বংসের জন্য ৫ টন বিস্ফোরণ সেট করা হয়েছিল। আর সময় দেয়া হয়েছিল মিলি সেকেন্ড। তাতেই সফলতা আসে।

 

 

 


সর্বশেষ খবর