সব

‘বাংলাদেশের মাটি জঙ্গিদের ব্যবহারের সুযোগ দেয়া হবে না’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 24th January 2017at 3:44 pm
56 Views

26স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটি জঙ্গি-সন্ত্রাসীদের ব্যবহারের কোন সুযোগ দেয়া হবে না। বিশ্বের অন্যান্য দেশের মতো বর্তমান সরকারও জঙ্গিবাদকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আজ দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে পুলিশ সদস্যদের উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কোনোভাবেই সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে দেয়া হবে না। জঙ্গিবাদ থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে পুলিশকে আরো জনসম্পৃক্ত হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে পুলিশকে।

এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে অপরাধ দমন করতে হবে। জনগণ যেন পুলিশের প্রতি আস্থা রাখেন, সে বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

শেখ হাসিনা আরো বলেন, পুলিশ বাহিনীকে সব ধরনের হুমকি মোকাবেলায় সব সময় প্রস্তুত থাতকে হবে। দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

 


সর্বশেষ খবর