প্রজাতন্তের মালিক জনগন এই ধারা কি শুধু কাগজ কলমেই থাকবে? –
স্টাফ রিপোর্টারঃ জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন,‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগন’সংবিধানের এই ধারা কি শুধু কাগজ কলমেই থাকবে? নাকি তার বাস্তবতা আমরা দেখব?
মঙ্গলবার দুপুর দুইটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার শেষ দিনে সম্মানিত অতিথির বক্তব্যে জাতীয় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ভিন্নমত না থাকলে মানবসভ্যতা হুমকির মুখে পড়বে। অবশ্যই জনগনের মতকে প্রাধান্য দিতে হবে। কে ক্ষমতায় আছে, কারা রাষ্ট্র পরিচালনা করছে, আমরা তা শুনতে চাই না। আমরা জনতার আকাঙ্খার বাস্তবতা দেখতে চাই।
তিনি বলেন, আজ এ দেশে সবকিছুকে আমার করে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তারা বলতে শুরু করেছে বুড়িগঙ্গা আমার, শীতলক্ষা আমার, এটা আমার ওটা আমার। এভাবে একদিন বলে বসবে বঙ্গপসাগর আমার। বঙ্গবন্ধু জনগন বান্ধব রাজনীতি করে গেছেন। আমরা আবার সেই চেতনায় ফিরে যেতে চাই। আমরা একাত্তরের মূল চেতনায় ফিরে যেতে চাই’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, ইবি প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ইবি ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। বাংলা ও ইংরেজী মাধ্যমে বির্তক প্রতিযোগিতায় দেশের ১৪ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করেছে।
ইংরেজি বিতর্কে চূড়ান্ত পর্বে বিতর্ক করছে ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলা বিতর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়।