সব

রাজধানীতে পুঁজিবাজার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 27th January 2017at 8:43 pm
49 Views

21স্টাফ রিপোর্টারঃ দেশের পুঁজিবাজারে চলছে চাঙ্গাভাব। বিনিয়োগকারীদের মাঝে আবারো যেমন নতুন সম্ভাবনা তৈরী হয়েছে ঠিক তেমনি নতুন শংকা যে তৈরী হয়নি তা কিন্তু নয়। আমাদের দেশের বেশির ভাগ বিনিয়োগকারী পুঁজিবাজারের গতি প্রকৃতি না জেনে শুধু গুজব নির্ভর বিনিযোগ করে সর্বশান্ত হয়ে থাকেন।

বিনিয়োগ করার পূর্বে ঠিক কোন কোন বিষয়ের দিকে আলোকপাত করতে হবে। কোম্পানীর অবস্থা বিচারের মৌলিক মানদন্ড সমুহ কিভাবে নিরুপন করতে হবে সে সর্ম্পকে বিনিয়োগকারীদেরকে সচেতন করতে ইকো সফট বিডির আয়োজনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয় রাজধানীর এক কনভেনশন সেন্টারে।এই কর্মশালায় অংশগ্রহন করেন প্রায় পাঁচ শতাধীক বিনিযোগকারী।

কর্মশালায় মুলপর্ব পরিচালনা করেন প্রাইম ইনভেস্টমেন্ট এর হেড রির্সাচার সৈয়দ আদনান হোদা। তিনি বিনিযোগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবার পাসাপাশি বিনিয়োগের পূর্ববর্তী পদক্ষেপ সমুহ আলোকপাত করেন।

এক প্রশ্নের জবাবে সৈয়দ আদনান হোদা জানান, বাজারের বর্তমান অবস্থা স্বাভাবিক। খুব তারাতারি কিছু ঘটে যাবার সম্ভাবনা কম।তবে দীর্ঘমেয়াদী বিনিযোগ নিরাপদ বলে জানান তিনি। নতুন বিনিযোগকারীদের সর্ম্পকে তিনি বলেন, ভালো মৌলভিত্তির কোম্পানীগুলোর শেয়ার নিতে পরর্মশদেন এই বাজার বিশ্লেষক।

আয়োজনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী শারাফাত আলি সুজন টাইমনিউজকে জানান, বিনিয়োগকারীদের পাসে দাঁড়াতে আমাদের এই প্রচেষ্ঠা। যাতে করে বিনিয়োগকারীগন সচেতনভাবে বিনিযোগকরে তার ফল ঘরে তুলতে পারে। এই ধরনের প্রচেষ্ঠা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 


সর্বশেষ খবর