খালেদা-বার্নিকাট বৈঠক চলছে
স্টাফ রিপোর্টারঃ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্সিয়া ষ্টিফেনস ব্লুম বার্নিকাট।
বুধবার বিকেল পৌনে ৫টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত রয়েছেন।
বৈঠকে নতুন নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সহায়ক সরকারসহ চলমান রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।