আম’বয়ানের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে জেলা ইজতেমা শুরু
এস. এম. মনিরুজ্জামান মিলনঃ বাদ ফজর আম’বয়ানের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্টপুর ইক্ষু খামার মাঠে বিশ্ব ইজতেমার আদলে এই জেলা ইজতেমা শুরু হয়।
ইজতেমা উপলক্ষে পুরো ঠাকুরগাঁও জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের মিলনমেলা বসেছে ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকাজুড়ে।
রংপুর থেকে ইজতেমায় আসা ডা. আহমেদ হোসেন আল আরাফাত জানান, আমি ২১ তারিখেই এখানে এসেছি। আয়োজন, ব্যবস্থাপনা সবকিছুই টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার মতোই।
আয়োজক কমিটির অন্যতম সদস্য, তাবলীগ জামাতের মুরব্বী আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক জানান, আমরা ৫০ হাজার মানুষের রাত্রিযাপনের ব্যবস্থা রেখেছি। মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ টয়লেট ও রান্নাঘর নির্মাণ করা হয়েছে। সার্বক্ষণিক বিদুৎ সরবরাহ ও পানির ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেলসহ পুরো ইজতেমা জুড়ে। এছাড়া প্যান্ডেলের ভেতরে ২৫ টি ও মাঠের আশেপাশেএ এলাকায় ১৫ টি হর্ণ লাগানো হয়েছে। ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে ইজতেমা শেষ হবে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, ইজতেমা ময়দান ও এর আশেপাশে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছেন। তিন স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে ইজতেমা ও আশপাশের এলাকা।
উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই জেলা ইজতেমায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে জেলা ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।