সব

নিজেদের খতম করে দাও : আইএস প্রধান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 4th March 2017at 9:15 pm
42 Views

43আন্তর্জাতিক ডেস্কঃ ISIS প্রধান আবু বকর আল বাগদাদি তার ‘বিদায়ী ভাষণে’ ISIS ‌যোদ্ধাদের ইরাক ছেড়ে পালানোর পরামর্শ দেয়। পাশাপাশি যারা তাতে ব্যর্থ হবে তাদের জন্য বাগদাদির পরামর্শ, নিজেদের খতম করে দাও।

ইরাকের মসূল সহ দেশের বিভিন্ন জায়গায় ক্রমশ ইরাকি সেনাবাহিনী তাদের অভি‌যান তীব্র করায় প্রবল চাপে রয়েছে ISIS। জানা যায়, গতকাল বাগদাদি তার ‌যোদ্ধাদের ইরাক ছেড়ে চলে ‌যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়াও ইরাকে সংগঠনের সব দফতর বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেয় বাগদাদি।

এই জঙ্গি নেতা বর্তমানে ইরাকেই বসবাস করছেন। ২০১৪ সালে নিজেকে খলিফা বলে ঘোষণা করে বাগদাদি। তারপর থেকেই তার নির্দেশেই ইরাকে কার্যকলাপ চালাচ্ছে ISIS। এর মাধ্যমে মুলত হার স্বীকার করে নিল জঙ্গিগোষ্ঠী ISIS।

 


সর্বশেষ খবর