সব

‘বাহুবলী ২’ মুক্তির একদিন আগেই দেখবেন রানি এলিজাবেথ –

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 4th March 2017at 9:21 pm
47 Views

44বিনোদন ডেস্কঃ জনপ্রিয় সিনেমা বাহুবলীর দ্বিতীয় পর্ব নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এবার এস রাজমৌলির বহুল প্রতিক্ষীত এ সিনেমার প্রিমিয়ারে রানি দ্বিতীয় এলিজাবেথ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমস’র।

ভারত ও যুক্তরাজ্য সরকারের যৌথভাবে আয়োজিত ‘ভারতের স্বাধীনতার ৭০ বছর’ অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন ‘ফিল্ম অফ ইন্ডিয়া’তে দেখানো হবে এ সিনেমাটি।

এ কারণে ২৭ এপ্রিল ভারতে মুক্তির একদিন আগেই যুক্তরাজ্যে প্রদর্শিত হবে সিনেমাটি।

এদিকে মুক্তির আগেই বহুল আলোচিত এ ‘বাহুবলী: দ্য কনক্লুশন’র রাজকীয় প্রিমিয়ারে বেশ উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরা।

ব্রিটিশ রাজপ্রাসাদে আয়োজিত এ উৎসবে আরও উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি, অভিনেতা কামাল হাসান, সুরেশ গোপি, ক্রিকেট তারকা কপিল দেব, ফ্যাশন ডিজাইনার মনিশ অরোরা ও মনিশ মালহোত্রা সহ নামী-দামী ভারতীয় তারকারা।

 


সর্বশেষ খবর