গাজীপুরে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাধব চন্দ্র মন্ডল নামে এক যুবককে গভীর জঙ্গলের ভিতরে হাত-পা বেঁধে মুখে কস্টেপ পেঁচিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ৪ মার্চ শনিবার ভোরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের গভীর জঙ্গলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবক বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, জয়নারায়নপুর গ্রামের মৃত মনিন্দ্র চন্দ্র মন্ডলের ছেলে মাধব চন্দ্র মন্ডলকে একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে স্বপন মিয়া ও মিলন মিয়ার ছেলে আরিফ মিয়া ভোর বেলা তার বাগানের গাছ অন্য যুবকরা কেটে নেওয়ার কথা বলে মাধবকে তার বাগানে ডেকে নিয়ে যায়। পরে স্বপন ও আরিফের সহযোগীরা তড়িঘরি করে মাধবের দুই হাত বেধে ও মুখে কস্টেপ পেঁচিয়ে চাপাতি দিয়ে হত্যার হুমকি দিয়ে ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়।
এসময় চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীরা আহত যুবককে জঙ্গলে ফেলে রেখে চলে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানার এস, আই রাজীব
কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।