সব

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 5th March 2017at 9:25 pm
42 Views

50এস. এম. মনিরুজ্জামান মিলনঃ “নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” শ্লোগানকে সামনে রেখে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর অধিকার সুরক্ষায় প্রচারণা তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ও জাতীয় মহিলা সংস্থা, এলজিইডি ঠাকুরগাঁও পৌরসভা, ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন নিবন্ধিত মহিলা সমিতির সহযোগিতায় ঠাকুরগাঁও জেলা শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান, জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিস, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দ্রোপদী দেবী আগরওয়ালাসহ আরও অনেকে।

এসময় বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর অধিকার সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, মানববন্ধনে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ নিবন্ধিত নারী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর