সব

পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক ভ্রাম্যমান আদালতে জারিমানা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 5th March 2017at 9:41 pm
47 Views

54বিরামপুর (দিনাজপুর)ঃ দিনাজপুরের বিরামপুরে উপজেলার কাটলা ইউনিয়নের বাসুপাড়া গ্রামে বাদশা’র পুকুরের কাছে গিয়াস উদ্দিনের বাড়িতে জুয়া চলছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১ টার সময় পুলিশ উক্ত বাড়ি ঘেরাও করে ৭ জুয়াড়– ব্যাক্তিকে আটক করে।

বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোকলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উপজেলার সীমান্তবর্তী বাসুপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের বাড়িতে দীর্ঘদিন যাবত জুয়া খেলা চলছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১ টায় ১২/১৩ জন থানা স্টাফ গিয়ে বাড়ি ঘেরাও করে ৭ জন জুয়াড়–কে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন- সৈয়দ আলীর ছেলে মোকলেছুর রহমান (৩৮), অসিমুদ্দিনের ছেলে আলম হোসেন (৩৫), লুৎফর রহমানের ছেলে আবু সাঈদ (৩৪), বাদশা মিয়ার ছেলে আঃ রাজ্জাক (৩৬), গিয়াস উদ্দিনের ছেলে আশরাফ আলী (২৮), তাছের উদ্দিনের ছেলে আঃ সালাম (৫০) ও মমতাজ উদ্দিনের ছেলে কবির হোসেন (২৮)।

এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম মনিরুজ্জামান আল-মাসউদ আটক ৭ জন ব্যাক্তিকে ১৮৬৭ সালের ৪নং ধারা মোতাবেক ১’শ টাকা করে মোট ৭’শ টাকা জরিমানা করে ছেড়ে দেন।


সর্বশেষ খবর