গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের মৃত্যু
মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় ওষুধ কোম্পানির এক রিপ্রেজেন্টেটিভের (বিক্রয় প্রতিনিধি) মৃত্যুর খবর পাওয়া গেছে। ৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে কালীগঞ্জ-টঙ্গী সড়কের শিমুলীয়া নামকস্থানে এ দুর্ঘটনায় ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান।
নিহতের নাম আনোয়ারুল ইসলাম (২৮)। তিনি নীলফামারী জেলার বাবরীঝাড় এলাকার আমিনুল ইসলামের ছেলে। জেবিএল ( ইউনানী) নামের একটি ওষুধ কোম্পানিতে স্থানীয়ভাবে রিপ্রেজেন্টেটিভের কাজ করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল টঙ্গী থেকে তার নিজস্ব মোটরসাইকেলে কোম্পানির ওষুধ নিয়ে কালীগঞ্জের দিকে আসছিলেন। এসময় কালীগঞ্জ-টঙ্গী সড়কের শিমুলীয়া নামক স্থানে টঙ্গীমুখী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি কালীগঞ্জ থানায় নিয়ে আসে।