ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
স্টাফ রিপোর্টারঃ দেশের ১৪ উপজেলা ও চার পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।
সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট চলার সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
যেসব উপজেলায় নির্বাচন হয়েছে সেগুলো হলো- নীলফামারীর জলঢাকা, পাবনার সুজানগর ও ঈশ্বরদী, নাটোরের বড়াইগ্রাম, কিশোরগঞ্জের হোসেনপুর, বরিশালের বানারীপাড়া ও গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, সাতক্ষীরার কলারোয়া, বাগেরহাটের মোরেলগঞ্জ, সিলেটের ওসমানীনগর, সুনামগঞ্জের জগন্নাথপুর, খাগড়াছড়ির গুইমারা ও কুমিল্লার আদর্শ সদর। এর মধ্যে তিনটি উপজেলায় উপনির্বাচন হচ্ছে।
পৌরসভাগুলো হলো- টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ, পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র পদ, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ ও বগুড়ার শেরপুর পৌরসভায় ৭ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ।