সব

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে মুকুল সভাপতি – ডঃ রিপন আনসারী সম্পাদক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 16th March 2017at 1:09 pm
51 Views

 

1

মুহাম্মদ আতিকুর রহমানঃ ২০১৭-২০১৮ মেয়াদে গাজীপুর প্রেসক্লাব (একাংশ)-এর সভাপতি আমজাদ হোসেন মুকুল (গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক একুশে সংবাদ) ও সাধারণ সম্পাদক ডঃ এ কে এম রিপন আনসারী (গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক খবরপত্র) নির্বাচিত হয়েছেন।

গাজীপুর প্রেসক্লাব হাবিবুল্লাহ স্মরণিতে ১৪ মার্চ মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত সাধারণ সভায় গোপন ভোটের মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়। এই নির্বাচনে ডঃ এ কে এম রিপন আনসারী একাধারে নবম মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

কার্যকরী কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মীর মোঃ ফারুক (গাজীপুর জেলা প্রতিনিধি, বাংলাভিশন), সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম টিটু (গাজীপুর প্রতিনিধি, এশিয়ান টিভি), সহ-সাধারণ সম্পাদক শেখ ফিউদ্দিন জিন্নাহ (নিউজ ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনি), সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান (গাজীপুর জেলা প্রতিনিধি, চ্যানেল টোয়েন্টিফোর), কোষাধ্যক্ষ শাহান সাহাবুদ্দিন (গাজীপুর জেলা প্রতিনিধি, ঢাকা টাইমস), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জসিম উদ্দিন (গাজীপুর জেলা প্রতিনিধি, মিলেনিয়াম টিভি ইউ এস এ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ পলাশ প্রধান (আরটিভি ও দৈনিক বনিক বার্তা), দপ্তর সম্পাদক তুহিন সারোয়ার (চ্যানেল সিক্স) । নির্বাহী সদস্যরা হলেন, ফজলুল হক মোড়ল (গাজীপুর জেলা প্রতিনিধি, চ্যানেল আই), জাহিদ বকুল (সাপ্তাহিক সচিত্র ঘটনা), শাহজাহান মন্ডল (গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক অগ্নিশিখা), মোঃ আবিদ হোসেন বুলবুল (গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতবেলা), মোঃ চানঁ মিয়া মুন্সি (গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক ডিজিটাল ক্রাইম নিউজ), মোঃ জাহাঙ্গীর আলম (গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক দেশেরপত্র), মোঃ জাকারিয়া (গ্রামবাংলানিউজ), মোঃ আলী আজগর খান পিরু (গাজীপুর জেলা প্রতিনিধি, িৈনক দেশকাল), মোঃ শাহীনুল ইসলাম শাহীন (গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক তথ্যধারা), ডাঃ বোরহান উদ্দিন অরণ্য (লাইভনিউজ), মনিরুজ্জামান মনির (গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক ঢাকার ডাক)।


সর্বশেষ খবর