সব

ডা. নুসরাতের চিকিৎসার জন্য কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী –

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 15th March 2017at 10:20 pm
36 Views

2স্টাফ রিপোর্টারঃ  বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাতের চিকিৎসার জন্য ১কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বুধবার সকালে তার কার্যালয়ে ডা. নুসরাতের কাছে উক্ত টাকার একটি চেক হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী নিজের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই সহায়তা দিয়েছেন। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান মার্শাল আবু এসরার উপস্থিত ছিলেন।

ডা. নুসরাত ২০১৬সালের ১৯অক্টোবর রাজধানীর হোটেল রেডিসন ব্লু হোটেলে একটি ওয়ার্কশপে যোগ দিতে যাওয়ার সময়ে হোটেলটির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তিনি তার মুখ, মাথা ও ব্রেনে আঘাত পান। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৮ অক্টোবর চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়। প্রধানমন্ত্রী এর আগে তার চিকিৎসার জন্য তার কল্যাণ ও চিকিৎসা তহবিল থেকে ২০ লাখ টাকা প্রদান করেন।

 

 


সর্বশেষ খবর