শেখ হাসিনার ভারত সফরে স্বার্থবিরোধী কোনো চুক্তি হবে না: কাদের
স্টাফ রিপোর্টারঃ এপ্রিলে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সঙ্গে কোনো ধরনের চুক্তি হলেই দেশের একটি মহল বলে, গেলরে গেল, দেশ ইন্ডিয়া হয়ে গেল। আমি এসব রাজনৈতিক দলগুলোকে বলব, আপনারা ‘ইন্ডিয়া ফোবিয়া’ থেকে বের হয়ে আসেন। শেখ হাসিনা নিজের দেশের স্বার্থ বাদ দিয়ে কোনো দেশের সঙ্গেই চুক্তি করবেন না।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবন প্রাঙ্গণে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কেউ ছোট, কেউ বড় নয়; সম্পর্ক হবে জাতীয় স্বার্থে। ভারতের গোলামী করলে ১৫ আগস্টের পর আমরাই ক্ষমতায় থাকতাম।
আয়োজক সমিতির সভাপতি আব্দুন নুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সভাপতি এ কে এম এ হামিদ প্রমুখ।