সব

ব্রাজিলে পেনশন পদ্ধতি সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ –

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 16th March 2017at 5:59 pm
51 Views

7 আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে পেনশন পদ্ধতি সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। এতে বিক্ষোভকারীরা রাজধানী ব্রাসিলিয়ার অর্থ মন্ত্রণালয়ের সামনের রাজপথে অবস্থান নিয়েছে। এদিকে দেশটির সাও পাউলোতে বিক্ষোভকারীদের কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। প্রেসিডেন্ট মিচেল টিমার বলেছেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে পেনশন হ্রাস ও অবসরের বয়সসীমা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
ব্রাজিল এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী অবসরের বয়সসীমা ন্যূনতম ৬৫ বছর করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে জনগণ সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে। বর্তমানে অনেকে ইচ্ছে করলেই ৫৪ বছর বয়সেই পেনশন তুলতে পারেন।

কিন্তু প্রেসিডেন্ট টিমার বলেন, পেনশন পদ্ধতির ধ্বস প্রতিরোধে এই সংস্কার জরুরি। তিনি আরো বলেন, পর্তুগাল, স্পেন বা গ্রীসের মতো অর্থনৈতিক সংকটে পড়তে না চাইলে দেশে এই মুহূর্তেই কৃচ্ছতামূলক পদক্ষেপের প্রয়োজন।

বিক্ষোভকারীরা অবশ্য প্রেসিডেন্টের এই যুক্তির সঙ্গে একমত নয়। রিও ডি জেনেরিওতে বিক্ষোভরত শিক্ষিকা মিরনা আরেগোন বলেন, ‘আমরা আমাদের দেশের ভবিষ্যতের জন্য বিক্ষোভ করছি।’ এএফপি।
 


সর্বশেষ খবর