নিরাপত্তার জন্য চরম হুমকি হতে পারে জলবায়ু পরিবর্তন –
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনেকে বিশ্বাস না করলেও প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস মনে করেন, জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় হুমকি। মার্কিন সংবাদ মাধ্যম একথা জানায়।
মঙ্গলবার অনুসন্ধানী নিউজ ওয়েব প্রো-পাবলিকায় ম্যাটিস তার লেখা প্রতিবেদনে বলেন, ‘বিশ্বের যেসব অঞ্চলে আমাদের সেনারা কাজ করছে সেসব অঞ্চলের স্থিতিশীলতার ওপর জলবায়ু পরিবর্তন প্রভাব ফেলছে। যা নিরাপত্তার জন্যে হুমকি তৈরি করছে।’
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পেন্টাগনের কোন মন্তব্য পাওয়া যায়নি।
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন দেশে খরা ও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এতে ওই সব দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে মধ্যপ্রাচ্য ও সাব-সাহারান আফ্রিকার দেশগুলো সবচেয়ে বেশী ঝুঁকির মুখে রয়েছে।
এদিকে ম্যাটিস এ কথা বললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে চীনের ধাপ্পাবাজি হিসেবেই দেখছেন। তবে তিনি এও বলেছেন, এ বিষয়ে তিনি অনেক উদার। এএফপি।