সব

ড. ইউনূসের বিরুদ্ধে ১০ মামলা, আগামী সপ্তাহে আরও ২৪ মামলা –

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 16th March 2017at 6:43 pm
45 Views

9স্টাফ রিপোর্টারঃ শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে।

মঙ্গল ও বুধবার রাজধানী ঢাকার শ্রম আদালতে মামলাগুলো দায়ের করেছেন গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তা।

মামলায় গ্রামীণ টেলিকম এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকেও আসামি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ইউনূস সেন্টারের কর্মকর্তা সাব্বির আহমেদ ওসমানী বলেন, মামলার বিষয়টি আমরা শুনেছি। কিন্তু কাগজপত্র পাইনি। এ ব্যাপারে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ভালো বলতে পারবেন।

বাদীপক্ষের আইনজীবী জাফরুল হাসান জানান, শ্রমিকদের কয়েক মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করছে না গ্রামীণ টেলিকম। এজন্য ১০টি মামলা করা হয়েছে। এর মধ্যে বুধবার ঢাকার শ্রম আদালতে ৭টি ও আগের দিন ৩টি মামলা করা হয়।

এ বিষয়ে জবাব দেয়ার জন্য বিবাদীদের বিরুদ্ধে আদালত সমন জারি করেন। আগামী সপ্তাহে আরও ২৪ মামলা করা হবে বলে জানান তিনি।

জাফরুল হাসান আরও বলেন, ২০০৬-১৫ সাল পর্যন্ত গ্রামীণ টেলিকমের মুনাফা হয়েছে ২৫ কোটি মার্কিন ডলার। স্থানীয় মুদ্রায় যা প্রায় ২১ হাজার কোটি টাকা। এরমধ্যে ৫ শতাংশ অর্থাৎ ১০৮ কোটি টাকা কর্মী ও সরকারকে দেয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এই মুনাফা কর্মীদের পরিশোধ করা হয়নি।

দেশের বড় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের এক তৃতীয়াংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। এই প্রতিষ্ঠানের মুনাফা কর্মীদের মধ্যে বণ্টন করে দেয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তা দেয়া হচ্ছে না।

 

 


সর্বশেষ খবর