দ্বিতীয় দিনও আঘাত হানছে টাইগাররা
খেলা ডেস্কঃ শ্রীলংকার বিরুদ্ধে নিজেদের ১০০তম টেস্টে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। দিনশেষে তাদের শিকার হয়েছেন ৭ লঙ্কান ব্যাটসম্যান।
আজ দ্বিতীয় দিন ২৩৮ রান নিয়ে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা।
শেষ খবর পাওয়া পর্যন্ত সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৯৯ ওভারে ২৬৯/৮।
ব্যাট করছেন দিনেশ চান্দিমাল (১০৮) ও সুরাঙ্গা লাকমাল (১)।
স্বাগতিক শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথকে সাজঘরে ফেরান বাংলাদেশি এই অলরাউন্ডার। দুর্দান্ত এক ডেলিভারিতে হেরাথকে স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারের তালুবন্দি করান সাকিব।
এর আগে প্রথম বল হাতে এসেছেন স্পিনার সাকিব আল হাসান। দিয়েছেন এক রান। পরের ওভারে একই কাজ করেছেন পেসার মোস্তাফিজও। দিয়েছেন মাত্র এক রান।
টপঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে গল টেস্টে মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদও বাদ পড়েছেন কলম্বো টেস্টের স্কোয়ার্ড থেকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শুভাশিষ রায়।
শ্রীলঙ্কা একাদশ: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, দিমুথ করুণারত্নে, আসেলা গুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাকশান সান্দাকান। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ধনঞ্জয়া ডি সিলভা দলে এসেছে। বাদ পড়েছেন লাহিরু কুমারা।