সব

ঠাকুরগাঁওয়ে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 18th March 2017at 1:45 pm
47 Views

1

এস. এম. মনিরুজ্জামান মিলনঃ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়।

সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব মো. দবিরুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাঈশী, সহ সভাপতি মো. মকবুল হোসেন বাবু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন খান, জেলা যুবলীগের সাবেক সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সোহেল পারভেজসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকার।

উল্লেখ্য, ৩ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে জেলা আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর