যুবকের শরীরে ও ব্যাগে বোমা আহত দুই র্যাব
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর খিলগাঁওয়ে র্যাবের চেক পোস্টে গুলিতে নিহত যুবকের শরীরে ভেস্ট এবং ব্যাগে বোমা পাওয়া গেছে বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।
আজ ভোরে মোটরসাইকেলে করে র্যাবের চেক পোস্ট পার হওয়ার সময় র্যাব সদস্যরা তাকে থামার ইংগিত দেয়। কিন্তু সে নির্দেশ অমান্য করে না থেমে ‘ক্রস’ করার চেষ্টা করে। তখন চেক পোস্ট থেকে ফায়ার করা হয়। এবং সে পড়ে যায়।
সকাল ১১টার দিকে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সাংবাদিকদের বলেন, যুবকের শরীরে বাঁধা অবস্থায় একটি ভেস্ট পাওয়া গেছে। সেখানে কয়েকটি বোমা আছে। যুবকের সঙ্গে থাকা ব্যাগের মধ্যে হাতে তৈরি বড় একটি বোমা পাওয়া গেছে। বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে।
এ ঘটনায় আহত দুই র্যাব সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।