গাজীপুরে সাবেক পোস্টমাস্টার আলতাফ গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধিঃ সঞ্চয়পত্রের ৭৬ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ সাব-পোস্ট অফিসের সাবেক পোস্টমাস্টার গ্রেফতার হয়েছেন।
গ্রেফতারকৃত মোঃ আলতাফ হোসেন স্থানীয় বলদিঘাট নয়াপাড়া এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে। বর্তমান কর্মস্থল গাজীপুর প্রধান ডাকঘর থেকে ১৫ মার্চ বুধবার তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন জানান, ২০১৬ সালে কাওরাইদ সাব-পোস্ট অফিসের পোস্টমাস্টার থাকাকালে গ্রাহকদের সঞ্চয়পত্র কেনার টাকা রেজিস্ট্রারে এন্ট্রি না করে আত্মসাৎ করেন। গ্রাহকরা মাস শেষে মুনাফার টাকা তুলতে গেলে তা না দিয়ে মাস্টার তাদের সঙ্গে নানা টালবাহানা শুরু করেন।
এ নিয়ে সন্দেহ হলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তার কাছে অভিযোগ করেন গ্রাহকরা। ইতিমধ্যে তিনি গাজীপুর প্রধান ডাকঘরে পোস্টাল অপারেটর পদে বদলি হন। পরে বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে ১৫ মার্চ ওই মাস্টারের বিরুদ্ধে ঢাকা (উত্তর) বিভাগের পোস্ট অফিস পরিদর্শক রাজন ভূষণ দাস শ্রীপুর থানায় মামলা করেন।