সব

মুফতি হান্নানের মৃত্যুদণ্ডের রায় বহাল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 19th March 2017at 5:29 pm
47 Views

10

স্টাফ রিপোর্টারঃ হরকতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে সর্বোচ্চ আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় রিভিউর আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলো সর্বোচ্চ আদালত।

২০০৪ সালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের ফটকে মিস্টার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় তিনি আহত হন ও নিহত হয় পুলিশ কর্মকর্তাসহ তিনজন।

এ ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল হান্নান সহ তিনজনকে মৃত্যুদণ্ড দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে হাইকোর্ট এ রায় বহাল রাখে এবং পরে আপিল বিভাগেও তা বহাল থাকে।পরে আসামীদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হলেও আজ আপিল বিভাগ তা খারিজ করে দিলো। আপিল বিভাগের সিদ্ধান্তের পর অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার সুযোগ আছে। তিনি বলেন, “রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে জেল কর্তৃপক্ষ পরবর্তী প্রক্রিয়ায় এগিয়ে যাবে।

 


সর্বশেষ খবর