মহেশপুরে জোরপূর্বক জমি দখলের পায়তারা, রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা
মোস্তাফিজুর রহমান উজ্জলঃ ঝিনাইদহে মহেশপুরে র্জোরপূর্বক জমি দখলের পায়তারা করছে যাদবপুর ইউপির সোনাইডাঙ্গা গ্রামের ওসমান আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জমি দখলকে কেন্দ্র করে যে কোনো সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা থাকলেও গত ইং ১৯/০৩/২০১৭ তাং আনুমানিক বেলা ১১.৩০ মিনিটের সময় যাদবপুর ইউপির সোনাইডাঙ্গা গ্রামের মৃত আব্দুল ওহাবের পুত্র ভূমিদস্যু খ্যাত ওসমান আলী (৫০) এবং বগা গ্রামের শাহাজান কবির ভাড়াটিয়া সন্ত্রাসী লইয়া ১০৯ নং মহেশপুর মৌজা ২৮৩৭ দাগে ৭ শতাংশ জমিতে র্জোরপূর্বক প্রবেশ করিয়া সীমনা পিলার স্থাপন করে।
যাদবপুর বাজার পাড়ার মৃত কানু মোল্লার পুত্র মোস্তাক আহম্মেদ (৪৩) জানান তফসিল জমি আমি দলিলমূলে ক্রয় করে কঁচা দিয়া সীমানা ঘিরিয়া ভোগ দখল করিয়া আসিতেছি এবং মনিরুজ্জামান ও মানিক একই দাগে দলিলমূলে জমি ক্রয় করেন। কিন্তু হঠাৎ করে ভূমি দস্যুখ্যাত ওসমান ও সাহাজাহান কবির ভাড়াটিয়া সন্ত্রাসীসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক জমি দখল করিতে উদ্বত্ব হয়। ওসমান ও শাহজাহানকে বিবাদী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করি। এ ব্যাপারে ও সমান জানান আমি আমার ক্রয়কৃত জমিতেই সীমানা পিলার স্থাপন করেছি।
এলাকাবাসী জানান বিরোধীয় জমি নিয়ে যে কোনো মুহূর্তে উভয় পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ববনা রয়েছে বিধায় জরুরীভাবে আইনগত পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।