সব

গাজীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 20th March 2017at 6:25 pm
63 Views

 

21

মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুরের জয়দেবপুর এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। ১৯ মার্চ রবিবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন। জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলী সারোয়ার জাহান প্রমুখ।

জেলা শহরের রাজবাড়ি সড়কে নবনির্মিত তিন তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি দুই কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে গাজীপুর গনপূর্ত বিভাগের মাধ্যমে নির্মাণ হয়েছে।ভবনের প্রবেশ দারের ডান পার্শে রয়েছে ৫/৭.৫ ফিট বঙ্গবন্ধুর মোড়াল। ৩ তলা বভনের নিচ তলাতে ৯ টি কক্ষ, প্রথম তলায় সভা কক্ষ ও ২য় তলায় অফিস কক্ষ রয়েছে। এসময় মন্ত্রী বলেন, জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসির রায় দ্রুত কার্যকর করা হবে। আমাদের সরকার সব সময় জাতির প্রত্যাশা পূরণ করেছে।


সর্বশেষ খবর