সব

গাজীপুরে প্রিজনভ্যানে হামলা: ২ জনের স্বীকারোক্তি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 20th March 2017at 7:37 pm
42 Views

 

22

গাজীপুর জেলা প্রতিনিধিঃ মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজনভ্যানে হামলা ঘটনায় গ্রেফতার দুইজন স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৯ মার্চ রবিবার গাজীপুর আদালত পুলিশের পরির্দশক রবিউল ইসলাম এ কথা জানান। গত ৬ মার্চ সোমবার গাজীপুরের টঙ্গীতে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজনভ্যানে হামলা হয়। ওইদিন ঘটনাস্থল থেকে মোস্তফা কামাল ও পরদিন নরসিংদী থেকে মিনহাজুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরির্দশক রবিউল বলেন, তিন ও পাঁচ দিনের রিমান্ড শেষে রবিবার মিনহাজুল ও মোস্তাফাকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদালতে হাজির করা হয়। বিকালে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের পর তাদের কারাগারে পাঠানো হয়।


সর্বশেষ খবর