সব

ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ের চাষিরা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 21st March 2017at 5:18 pm
41 Views

8

এস. এম. মনিরুজ্জামান মিলনঃ বোরো ধান ক্ষেতে এ্যালমিক্স নামক আগাছানাশক ওষুধ প্রয়োগ করে ক্ষতির মুখে পড়েছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১৫ টি গ্রাম ও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৫টি গ্রামের শত শত কৃষক। বাড়ছে না প্রায় ৪০০ বিঘা জমির ধানের চারা। বিবর্ণ হয়ে পড়েছে চারার চেহারা। ফলে, এই বোরো মৌসুমে ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা।

সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের অথিন্দ্রনাথ রায় বলেন, তিনি হাটের এক দোকান থেকে আগাছানাশক কিনে বোরো ধান ক্ষেতে ছিটিয়ে দেন। এর ক’দিন পরে সবুজ ধান গাছ হলদে হয়ে যায়। গাছও বাড়ছে না। একই অভিযোগ পাশের গ্রামের আব্দুল আলীমের। বাড়তি খরচ করেও কোনরূপ কূলকিনারা পাচ্ছেন না তারা।

ক্ষতিপূরণের দাবিতে দোকানগুলোতে বারবার ভিড় জমাচ্ছেন কৃষকরা। অভিযোগকৃত আগাছানাশক ওষুধটি বিক্রি বন্ধ করে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কে এম মাউদুদুল ইসলাম চাষিদের ক্ষতিপূরণ আদায়ের আশ্বাস দিয়ে ক্ষেতে হরমোন, জিংক ও ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।


সর্বশেষ খবর