সব

একনেক সভায় এক লাখ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 21st March 2017at 6:15 pm
40 Views

3

স্টাফ রিপোর্টারঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের  নির্বাহী কমিটি (একনেক) সভায় এক লাখ ১৫হাজার ৪৮৬ কোটি টাকা ব্যয়ে  ৪র্থস্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রকল্পসহ  ৯টি নতুন ও  সংশোধিত প্রকল্প  অনুমোদন দেয়া  হয়েছে  |অনুমোদিত প্রকল্পসমূহের প্রাক্কলিত ব্যয়  এক লাখ ২৩হাজার ৩৪কোটি টাকা ।  এর মধ্যে জিওবি ১ লাখ ৪ হাজার ১৮৬ কোটি৭৭ লক্ষ টাকা এবং প্রকল্প সাহায্য ১৮হাজার ৮শত ৪৭ কোটি ২৩লক্ষ টাকা্।

আজ ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেল কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন  শেখ হাসিনারসভাপতিত্বে  একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়  ।একনেক সদস্যবৃন্দ,সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ,  মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব,এবং সংশ্লিষ্ট সিনিয়র সচিব ও সচিববৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন ।

পরিকল্পনা মন্ত্রী একনেক সভা শেষে  সভার বিস্তারিত সাংবাদিকদের জানান । তিনি বলেন,বর্তমান বিশ্বে বিজ্ঞান ওপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম। পরিবেশের সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং স্বাস্থ্য উন্নয়ন প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলার জন্যপ্রয়োজন দক্ষ বিজ্ঞানী ও সক্রিয় নাগরিক। এ পরিস্থিতিতে দেশে বিজ্ঞান শিক্ষার প্রতিবন্ধকতা দূর করার জন্যদ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। তাই প্রাথমিকভাবে দেশের  সরকারি কলেজসমূহেবিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তিনি জানান ,জরাজীর্ণ সকল সকল সরকারি ভবন সংস্কার করার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন । দেশের মহাসড়কসমূহ নির্মাণ পরিকল্পনায মহাসড়কের পাশে জলাধার ও মন্থরগতির যানবাহন বিশেষ করে গ্রামীন জনগোষ্ঠীর চলাচলউপযোগী সাইড লেন রাখার নির্দেশ প্রদান করা হয় ।তিনি জানান ,আমাদের বালুতে মূল্যবান প্রচুর খনিজ পদার্থরযেছে । বালু থেকে খনিজ পদার্থ আহরণে সম্ভাব্য লাভ -ক্ষতি কিংবা বিরূপ প্রভাব কি হতে পারে তা পরীক্ষা -নীরিক্ষার প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন ।

একনেক সভায় অনুমোদিত ৯টি প্রকল্প হচ্ছে,“সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প ।এ প্রকল্পটিরপ্রাক্কলিত ব্যয় ৪৬৪০.০০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগসম্প্রসারণ  প্রকল্প।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৮০৫.৫৪ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। শাহজালাল বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২০০.৩৮ কোটি টাকা। এর পুরোটাইজিওবি।বিসিএসআইআর এর আইএমএমএম-এ একটি খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র প্রতিষ্ঠাকরণ প্রকল্প।এ প্রকল্পটিরপ্রাক্কলিত ব্যয় ৭৩.৩১ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক (এন-৭০৬) যথাযথমানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩২৮.৯৩ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।বগাছড়ি-নানিয়ারচর-লংগদু সড়কের ১০ম কিলোমিটারে চেংগী নদীর উপর ৫০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প।এপ্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৫৭.২১ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।ঢাকা শহরে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মান প্রকল্প।প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৪৮.৫০ কোটি টাকা। এর পুরোটাইজিওবি এবং ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রকল্প।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১,১৫,৪৮৬.৩৬কোটি টাকা। এর মধ্যে জিওবি ৯৬৬৩৯.১৩ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৪৩৪৮৬.৩৬ কোটি টাকা।


সর্বশেষ খবর