সব

নবম অধিবেশন বসছে কাল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 19th January 2016at 6:35 pm
43 Views

17

ডেস্ক রিপোর্ট ঃ  দশম জাতীয় সংসদের আরও একটি অধিবেশন শুরু হচ্ছে কাল বুধবার। শীতকালীন এই অধিবেশন দশম জাতীয় সংসদের নবম ও চলতি বছরের প্রথম অধিবেশন। বুধবার বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। ওই দিন বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও প্রতিদিনের শুরুর সময় নির্ধারণ হবে। এর আগে ০৪ জানুয়ারি বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে নবম অধিবেশন আহ্বান করেন। শীতকালীন অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। নতুন বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। সেই ভাষণের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন।  গত ২১ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেওয়া হয়। সংসদীয় রীতি অনুযায়ী, বছরের শুরুতে সংসদের অধিবেশনে প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। ওইদিন রাষ্ট্রপতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন উন্নয়ন অগ্রগতি তুলে ধরে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। এর আগে গত ২৩ নভেম্বর দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন শেষ হয়। নতুন বছরের প্রথম অধিবেশনে অধিকাংশ সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরার সুযোগ পাবেন।


সর্বশেষ খবর