সব

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নগ্ন হয়ে ভারতীয় কৃষকদের প্রতিবাদ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 10th April 2017at 7:05 pm
32 Views

42

আন্তর্জাতিক ডেস্কঃ  ঋণ মওকুফের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের সামনে আজ নগ্ন হয়ে প্রতিবাদ করতে দেখা গেছে তামিল কৃষকদের। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’এ খবর ছাপিয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে কৃষি ঋণ মওকুফের দাবিতে তামিল কৃষরা এই প্রতিবাদ জানায়।

তবে তাৎক্ষণিক বিক্ষোভরত নগ্ন কৃষকদের সরিয়ে দেয় প্রধানমন্ত্রী কার্যালয়ের নিরাপত্তারক্ষীরা। কিন্তু এ দাবিতে প্রায় ৩ সপ্তাহ ধরে দেশটির দিল্লিতে অবস্থিত স্থাপনা ‘যন্তর মন্তর’এর সামনে বিক্ষোভ করে আসছে তারা।

এ প্রসঙ্গে তাদের ঘোষণা, কেন্দ্রীয় সরকার অবিলম্বে তাদের ন্যায্য এ দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

গত শুক্রবারে দেখা যায়, শতশত কৃষক ‘যন্তর মন্তর’এ অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দিচ্ছে। এসময় এক নারীসহ পাঁচজন তামিল কৃষক তাদের হাত কেটে বিক্ষোভ করে জানাচ্ছে যে, ইউনিয়ন সরকারকে তাদের দুরবস্থার কথা চিন্তা করে এর একটি প্রতিকার করা উচিত। (দ্য হিন্দু)

 

 

 


সর্বশেষ খবর