আন্তর্জাতিক অঙ্গনে ব্রিটেনের কোনো প্রভাব নেই: মস্কো
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া বলেছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আমেরিকার সঙ্গে আলোচনার পর মস্কো সফর বাতিল করায় বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক বিষয়ে ব্রিটেনের যথার্থ কোনো প্রভাব নেই।
শনিবার মস্কো সফর বাতিল করেন বরিস জনসন। পরিকল্পিত এ সফর বাতিল করে ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছিল, সিরিয়ার ঘটনা প্রবাহ পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়েছে। সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেয়ার পর এ সফর বাতিলের ঘোষণা দেয়া হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন পরিষ্কার বার্তা দেয়ার জন্য মস্কো যাবেন বলে ওয়াশিংটনের ঘোষণাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত সফর বাতিল করেন জনসন।
মস্কোর পররাষ্ট্র দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বরিসের সফরের সময়ে সব আন্তর্জাতিক সমস্যাসহ রুশ-ব্রিটেন সম্পর্ক নিয়ে আলোচনার পরিকল্পনা করা হয়েছিল।
এতে আরো বলা হয়, সফর বাতিলের মধ্য দিয়ে বোঝা গেল যে আন্তর্জাতিক ঘটনায় ব্রিটেনের যথার্থ কোনো প্রভাব নেই। এ ছাড়া, লন্ডনের সঙ্গে আলোচনার প্রয়োজন মস্কোর নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।