ছেলের দায়ভার আমার, অপুর বিষয় ভেবে দেখব: শাকিব
বিনোদন ডেস্কঃ দীর্ঘদিন আড়ালে থাকার পর সন্তান নিয়ে সবার সামনে এসেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে ২০০৮ সালের ৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা।
শাকিব-অপু বিবাহিত আর এ দম্পতির একটি সন্তানও রয়েছে। একটি বেসরকারি টেলিভিশনে অপু বিশ্বাসের করা এমন দাবির কথা স্বীকার করেছেন চিত্রনায়ক শাকিব খান। তবে স্ত্রী অপুর ওপর বেজায় ক্ষুব্ধ ঢাকাই চলচ্চিত্রের এ নায়ক।
স্ত্রীর ওপর ক্ষুব্ধ শাকিব সাংবাদিকদের বলেন, ‘আমি আমার সন্তান আব্রাহাম খান জয়ের দায়িত্ব নিতে রাজি আছি। কিন্তু অপুর দায়িত্ব নেব না। সে আমার কথা না শুনে অন্যের প্ররোচনায় আমার ক্যারিয়ারের এত বড় ক্ষতি করল।’
যদিও এর কিছু সময় আগে তিনি বলেন, ‘বিয়ের কথা অপু যা বলেছে তা সত্যি। আমি নানা দিক ভেবেচিন্তে এটা গোপন রেখেছিলাম। অপুর ওপর আমার কোনো ক্ষোভ নেই। শিগগিরই ওকে নিয়ে সবার সামনে আসব আমি। আমার অনুরোধ থাকবে এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। আপনারা সবসময় আমার পাশে যেভাবে ছিলেন, আগামীতেও তাই থাকবেন।’
ইসলাম ধর্মমতে গুলশানে শাকিব খানের বাসায় বিয়ে হয় তাদের। কাবিননামায় অপুর নাম লেখা হয় অপু ইসলাম খান।
আট বছর পর শাকিব-অপু দম্পতির কোলজুড়ে আসে একটি ছেলে সন্তান। নাম আব্রাহাম খান জয়। গত বছরের সেপ্টেম্বর মানে কলকাতার একটি ক্লিনিকে এই ছেলে সন্তানের জন্ম দেন অপু।
বিয়ের নয় বছর পর্যন্ত বিষয়টি গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু। শাকিব খানের অনুরোধেই বিষয়টি গোপন রাখা হয়।বিয়ে ও সন্তানের বিষয়টি স্বীকারও করেছেন শাকিব খান। তবে মানসিকভাবে ভেঙে পড়েছেন নায়ক। তিনি বলেন, ‘এক সপ্তাহ পর বিষয়টি সবার সামনে জানানোর কথা ছিল। কিন্তু কার ইন্ধনে অপু এভাবে আজ বিষয়টি লাইভে এসে বলেছে তা আমার জানা নেই।’
শাকিব খান জানান, গত পরশুও সন্তানের ব্যয়ভার বহনের জন্য ১২ লাখ টাকা অপুকে দিয়েছেন তিনি।