সব

মুফতি হান্নানের প্রাণ ভিক্ষা নাকচের কপি গাজীপুরের কাশিমপুর কারাগারে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 10th April 2017at 7:35 pm
35 Views

 

14

মুহাম্মদ আতিকুর রহমানঃ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গী মুফতি হান্নান ও তার সহযোগি শরীফ শাহেদুল বিপুলের প্রাণ ভিক্ষা আবেদন রাষ্ট্রপতি কর্তৃক নাকচের কপি (চিঠি) গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে।

১০ এপ্রিল সোমবার বেলা ১টার দিকে ওই কপি (চিঠি) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌছে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোঃ মিজানুর রহমান জানান, মুফতি হান্নান ও তার সহযোগি শরীফ শাহেদুল বিপুলের প্রাণ ভিক্ষা রিজেক্টের কপি সোমবার এ কারাগারে এসে পৌঁছছে।

চিঠিতে জেলকোড অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে। কারা কর্তৃপক্ষ এই চিঠি পাওয়ার পর ফাঁসি কার্যকর করার পথে আর কোনো বাধা নেই। ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ হয়ে যাওয়ায় অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কৃপা প্রার্থনাই ছিল এই তিন জঙ্গির প্রাণ বাঁচানোর শেষ সুযোগ।

সেই সুযোগ নিতে গত ২৭ মার্চ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন তারা। কারাবন্দিদের ক্ষমার আবেদন কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যায় আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে তা রাষ্ট্রপতির কার্যালয়ে যায়। রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত দেওয়ার পর ওই নথি ফিরে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সোমবার হান্নান ও বিপুলের প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করার কপি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।


সর্বশেষ খবর