গাজীপুরে এসআইয়ের পিস্তল চুরি, সাময়িক বরখাস্ত
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমনের পিস্তল চুরির ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) রাসেল শেখকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১০ এপ্রিল সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, কাপাসিয়া থানার এসআই সুমন কাপাসিয়া পোস্ট অফিসসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন। রবিবার সকালে তিনি বাসায় তালা দিয়ে বের হন। রাতে ফিরে দেখেন তার বাসায় চুরি হয়েছে। চোর তার পিস্তল, ২৪ রাউন্ড গুলি, নগদ টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত জানান, এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) রাসেল শেখকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।