সব

বৈশাখের নতুন জামা পেল না, পেল কাফনের কাপড়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 11th April 2017at 12:10 am
FILED AS: ফোকাস
75 Views

 

21

মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তায় বালুভর্তি ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। ৯ এপ্রিল রবিবার বেলা সোয়া দুইটায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত তামান্না আক্তার (৬) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার তারবাগান গ্রামের হাকিম মিয়ার মেয়ে ও স্থানীয় বরামা চৌরাস্তা মডেল একাডেমির প্রথম শ্রেণীর ছাত্রী।নিহত তামান্নার বাবা হাকিম মিয়া বরমী কায়েতপাড়া গ্রামের হানিফ মিয়ার বাড়ীতে ভাড়া থেকে নির্মান শ্রমিকের কাজ করতেন।

শিশুটির মা সাজেদা আক্তার জানান, গত চার-পাঁচদিন আগে তার মেয়ে বায়না ধরে-পহেলা বৈশাখে নতুন একটি জামা কিনে দিতে। সামর্থ্য না থাকায় মেয়েটিকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও সে বুঝতে চায়নি। অবশেষে মেয়েকে নতুন জামা কিনে দেয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য হন তিনি।

তিনি আরও জানান, তার স্বামী প্রতি রবিবার সাপ্তাহিক মজুরি পান। মজুরি পাওয়ার পর রবিবার বিকালে মেয়েকে নিয়ে মার্কেটে যাওয়ার কথা ছিল তাদের। সকালে ঘুম থেকে ওঠেই তাকে দেয়া কথা মনে করিয়েও দেয় তামান্না। এরপর খুশিমনে সে বিদ্যালয়ে যায়। দুপুর সোয়া ২টার দিকে বিদ্যালয় ছুটির পর বরমী-শ্রীপুর সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল তামান্না। এসময় বেপরোয়া গতির বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মেয়ে তার পছন্দের বৈশাখের নতুন জামা পেল না, পেল কাফনের কাপড়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) সৈয়দ আজিজুল হক জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির একটি বালুভর্তি ট্রাক তামান্নাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর বিক্ষুব্ধ জনতা বরমী-শ্রীপুর সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে বুঝিয়ে সড়কের যানচলাচল স্বাভাবিক করা হয়। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনা জেনেছি। ট্রাকচালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর