সব

গাজীপুরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ২

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 11th April 2017at 12:15 am
37 Views

 

22

গাজীপুর জেলা প্রতিনিধিঃগাজীপুর সিটি কর্পোরেশনের ঝাঝর এলাকায় ঢাকা বাইপাস সড়কে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন ।

১০ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর-নারায়ণগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন নারী। তার নাম আলকিমা (৫০)। তিনি গাজীপুর মহানগরীর লক্ষ্মীপুরা এলাকার মৃত বিল্লাল হোসেনের স্ত্রী। অপরজন সিএনজি চালক আব্দুল ওহাব (৪২)। তিনি সিরাজগঞ্জের পেপুল মারিয়ো বেমারা এলাকার করম আলী মহোরির ছেলে।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আব্দুস সালাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক ঝাঝর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাবার হোটেলে ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে হোটেলে থাকা ওই দুইজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছে।


সর্বশেষ খবর