প্রতিরক্ষাসহ বিভিন্ন চুক্তি শেষে দেশে ফিরলেন শেখ হাসিনা
ডেস্ক রিপোর্টঃ ভারতের সঙ্গে প্রতিরক্ষাসহ ৩৪টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি এবং তার সফরসঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১০৯৮ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ভারতীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়: ৫টা ১৫ মিনিটে) সেখানকার বিমান বাহিনীর পালাম স্টেশন থেকে যাত্রা করে। তখন প্রধানমন্ত্রীকে বিদায় জানান ভারতের ভারী শিল্প ও গণপরিবহন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এ সময় উপস্থিত ছিলেন।
চারদিনের এই সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা,ঋণ,বিদ্যুৎ-জ্বালানিসহ ৩৪টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার(৮ এপ্রিল) দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে হায়দরাবাদ হাউসে শীর্ষ দ্বীপাক্ষিক বৈঠকের পরে এক সংবাদ সম্মেলনে এই চুক্তির কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী।
গত ৭ এপ্রিল নয়াদিল্লিতে যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রটোকল ভেঙে বিমানবন্দরে এসে স্বাগত জানান সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সফরকালে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ভবনে অবস্থান করেন, সাক্ষাৎ হয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী, বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। শেখ হাসিনার সঙ্গে দেখা করতে নয়াদিল্লিতে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।