বিএনপির সংবাদ সম্মেলন বিকালে
স্টাফ রিপোর্টঃ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে হতাশ ও ক্ষুব্ধ বিএনপি। মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের বিষয়বস্তু ও ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতার বিষয়ে দলের অবস্থান জানাবে বিএনপি।
এর আগে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফরসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এ সফরে দেশের জনগণ কিছুই পায়নি বলে মনে করে দলটি। দেশের জনগণের স্বার্থকে উপেক্ষা করে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকে সই করায় সরকারবিরোধী জনমত তৈরির সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড।
ওই বৈঠকে শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর ভারত সফরের সার্বিক বিষয় নিয়ে খালেদা জিয়াকে সংবাদ সম্মেলন করার পরামর্শ দেয়া হয়।