নরেন্দ্র মোদি স্পষ্ট ঘোষণা তিস্তা চুক্তি হবে: শেখ হাসিনা
স্টাফ রিপোর্টারঃ নরেন্দ্র মোদি স্পষ্ট ঘোষণা তিস্তা চুক্তি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ দিনের সফর শেষে ভারত থেকে ফেরার পর মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, ভারত সফরে হতাশ হওয়ার মত কিছু ঘটেনি। নরেন্দ্র মোদির স্পষ্ট ঘোষণা তিস্তা চুক্তি হবে । শুধু চাইলেই হবে না, তিস্তার পানি ধরেও রাখতে হবে। ১১ চুক্তি ও ২৪ সমঝোতা; লুকোচুরির কিছুই নেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ বেচে না, দেশ রক্ষা করে। মনে রাখবেন আমি বঙ্গবন্ধু শেখ মিজবরের মেয়ে। আমি বেচে থাকতে স্বার্থবিরোধী কোন চুক্তি করবোনা।
এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২০১৮ সালে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধনমন্ত্রী শেখ হাসিনা।