নরসিংদীতে শহীদ আসাদ দিবস পালন
মাসরুর আরিফীন ঃ ১৯৬৯ সালের গণ-আন্দোলনে পথিকৃৎ তৎকালীন পূর্ব-পাকিস্তানের তিন শহীদদের তিনি একজন শহীদ আসাদ । যথাযথ মর্যাদায় শহীদ আসাদ দিবস পালিত হয়েছে নরসিংদীতে। দিবসটি পালন উপলক্ষে শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের শহীদ আসাদের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির পক্ষ থেকে আসাদের মাজারে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান ডাকসুর সাবেক জিএস ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল মাষ্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বেলা ১১টার দিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর পর শিবপুর শহীদ আসাদ গার্লস স্কুল এ্যান্ড কলেজ এবং শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ হলরুমে আলাদা আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের প্রধান শিক্ষক, শহীদ আসাদ হাইস্কুলের প্রধান শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।