প্রধানমন্ত্রী শুধু আশ্বাস নিয়ে ফিরেছেনঃ খালেদা
স্টাফ রিপোর্টারঃ ভারত সফর শেষে প্রধানমন্ত্রী খালি হাতে কতগুলো আশ্বাস নিয়ে ফিরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকালে গুলশানে তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জিয়া বলেন, ”প্রধানমন্ত্রীকে কতগুলো আশ্বাস নিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে। এই সফরকে দেশবাসী শুধু দেওয়ার এবং কিছু না পাওয়ার ব্যর্থ সফর বলে মনে করে।”
জনগণকে অন্ধকারে রেখে ভারতের সঙ্গে সরকার এসব সমঝোতা ও চুক্তি করেছে বলেও তিনি অভিযোগ করেছেন।
জিয়া বলছেন, ”ভারতের সঙ্গে আমাদের বৈরিতা নেই। ভারতের সঙ্গে যাবতীয় সমস্যা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে আমরা বিশ্বাসী। কিন্তু এসব চুক্তির বিষয়ে আগে কিছু জানানো হয়নি।”
সাতবছর পর গত ৭ই এপ্রিল ভারত সফরে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার একটি সংবাদ সম্মেলনে ওই সফরের বিস্তারিত তুলে ধরেন।