‘আমাদের দেশে দুর্বৃত্তরা বিচারের ঊর্ধ্বে থেকে যায়’ –
স্টাফ রিপোর্টারঃ মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, সরকারি দপ্তরগুলোর পরিকল্পনাহীনতা ও সমন্বয়হীনতার কারণেই হাওরের বিপর্যয়। যে প্রতিষ্ঠানগুলোর সত্যিকারের জবাবদিহি রয়েছে, স্থানীয় মানুষের অংশগ্রহণ রয়েছে, তাদের বাঁধ নির্মাণসহ কোনো কাজে রাখা হয়নি।
আজ বুধবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) যৌথভাবে আয়োজিত এক গোলটেবিলে সুলতানা কামাল এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, যাঁরা নীতিনির্ধারণী পর্যায়ে আছেন, তাঁরা নিজেদের লাভ দেখেন। তাঁদের লাভ এবং লাভের শিকার হলো সাধারণ মানুষ।
সুলতানা কামাল বলেন, আমাদের দেশে দুর্বৃত্তরা বিচারের ঊর্ধ্বে থেকে যায়। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দায়ী প্রতিষ্ঠান এবং ঠিকাদারদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন বিপর্যয় আবারও দেখা দেবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, প্রতিষ্ঠানের উপনির্বাহী পরিচালক রওশন জাহান, ওয়ারপোর সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক, হাওরের মানবাধিকারকর্মী সালেহীন চৌধুরী, নির্মল ভট্টাচার্য প্রমুখ।