সব

মমতাকে শিরচ্ছেদের জন্য ১১ লাখ রুপি পুরস্কার ঘোষণা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 12th April 2017at 9:19 pm
48 Views

3 আন্তর্জাতিক ডেস্কঃ মমতাকে শিরচ্ছেদের জন্য ১১ লাখ রুপি পুরস্কার ঘোষণাবিজেপি’র যুব শাখার এক নেতা পশ্চিম বঙ্গে এক গেরোয়া সমাবেশে পুলিশের লাঠিচার্জের কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মাথার জন্য ১১ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছেন।

হনুমান জয়ন্তী উপলক্ষে কলকাতার মূল কেন্দ্রে শত শত গেরোয়া কর্মী বড় একটি মিছিলে বের করে ক্রমবর্ধমান পেশী শক্তি প্রদর্শনের আয়োজন করলে রাজ্য পুলিশ তাতে বাধা দেয়। এত ক্ষুব্ধ হয়ে বিজেপির এই যুব নেতা মমতার মাথা কেটে আনার এই হুমকি দেয় বলে হিন্দুস্তান টাইমসের খবরে উল্লেখ করা হয়েছে।

যোগেশ ভার্শান নামের এই ভারতীয় জনতা যুব মোর্চা নেতা বলেন, “যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মাথা কেটে আনতে পারবে, আমি সেই ব্যক্তিকে ১১ লাখ রুপি দেবো। মমতা ব্যানার্জী কখনো সরস্বতী পূজা করতে দেবেন না, রাম নবমি ও হনুমান জয়ন্তীর মিছিল চলাকালে জনতার উপর লাঠি চালাবেন। তিনি ইফতারের আয়োজন করবেন এবং সবসময় মুসলিমদের সমর্থন করেন। ”

তিনি জানান, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পুলিশ ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে যে বীর হনুমান জয়ন্তীর উদ্যোক্তাদের কোনো সমাবেশ অথবা মিটিংয়ের অনুমতি দেওয়া হবে না। আয়োজকরা অস্ত্র বহন করবে না মর্মে আশ্বাস দেবার পরও পুলিশকে তার অবস্থান থেকে সরানো যায়নি।

পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জী গত বছর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শাসনক্ষমতায় আসার পর বিজেপি ও তার সহযোগি দলগুলো বিভিন্ন ধর্মীয় ইস্যু তুলে এনে ব্যাপক চাপ সৃষ্টি করছে। তারা তৃণমূলকে হিন্দু বিরোধি বলে প্রচারণা চালাচ্ছে। পশ্চিম বঙ্গের বিধানসভায় ৪২ জন মুসলিম বিধায়ক হওয়াটাকে মমতার  তৃণমূল কংগ্রেসের মুসলমানদের প্রতি পক্ষপাত বলে প্রচারণা চালাচ্ছে। ২৯৪জন বিধায়কের মধ্যে এ সংখ্যা ১৫ শতাংশের মতো অথচ রাজ্যে মুসলিম জনসংখ্যা মোট জনগোষ্ঠীর ৩০ ভাগ।

 


সর্বশেষ খবর