সব

হাসপাতাল ছেড়ে রংবাজ ছবির মহরতে যাচ্ছেন শাকিব

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 14th April 2017at 9:29 pm
45 Views

12বিনোদন ডেস্কঃ দীর্ঘ ১০ বছর বিয়ের কথা গোপন রাখার পর শাকিবের স্ত্রী নিজেই তাদের বিয়ের কথা একটি মিডিয়ার কাছে (১০এপ্রিল) প্রকাশ করেন। এর পর শাকিব ঘোষনা দেন তিনি সন্তানকে মেনে নিবেন স্ত্রীকে নয়। এমন ঘোষনা দেওয়ার পর মিডিয়া জগতে শুরু নানা সমালোচনা।

এ সম্পর্কে কাজী মারুপ ফেসবুকে লেখেন ভাই অন্য লোককে রাজনীতি করতে দিস না। সব অবসান ঘটিয়ে শাকিব নিজেই ঘোষনা দেন স্ত্রী-সন্তান উভয় আমার, মেনে না নেওয়ার প্রশ্নই আসেনা । আমি রাগের মাথায় এসব কথা বলেছি।

এসব ঘটনার পর হঠাৎ করেই শাকিব খান অসুস্থ হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। হাসপাতারে দেখার জন্যে স্ত্রী অপু বিশ্বাস ছুটে যান সেখানে। আজ স্বামীর বাড়িতে উঠার কথা ছিল অপু বিশ্বাসের শাকিব অসুস্থ থাকার কারনে উঠা হল না স্বামীর বাড়ি।

চিত্রনায়ক শাকিব খান এখন সুস্থ। আজ শুক্রবার বিকেলে তিনি রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতাল ছাড়ছেন। সন্ধ্যায় ‘রংবাজ’ ছবির মহরতে অংশ নেবেন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতা।

‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি জানান, মহরত অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও থাকছেন ছবির নায়িকা শবনম বুবলি। আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় ছবির মহরত অনুষ্ঠিত হবে।

গতকাল দুপুর ১টার দিকে শাকিব ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে যান।

এর আগে গত সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে অভিনেত্রী অপু বিশ্বাস এলে আলোচনায় আসেন শাকিব খান। অনুষ্ঠানে অপু বলেন, ‘শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের সময় আমার নাম পরিবর্তন করা হয়েছিল। আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় শাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন। তাঁর কারণেই বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল।’ আব্রাহাম খান জয় নামের তাঁদের শিশুসন্তানকেও অনুষ্ঠানে নিয়ে আসেন তিনি।

এ ঘটনার প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, পুরো বিষয়টি তিনি বাংলা ছবির ইন্ডাস্ট্রি এবং তাঁর তারকা ইমেজকে ধ্বংস করে দেওয়ার বিশাল চক্রান্ত হিসেবে দাবি করেছিলেন।
তবে পরদিন আলাপকালে শাকিব খান বলেন, ‘চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে।’

 

 


সর্বশেষ খবর