বিরামপুরে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিরামপুর, দিনাজপুর প্রতিনিধিঃ জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভি অষ্টম বর্ষে পর্দাপন ও সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১৫/০৪/২০১৭ইং তারিখ রোজ শনিবার বেলা ১১টায় ঢাকা মোড়স্থ জাহানারা কনফারেন্স সেন্টারে স্থানীয় প্রতিনিধি কামরুজ্জামানের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধিজনদের নিয়ে মাইটিভির জন্মদিনে কেক কাটা হয়। মাই টিভির চলমান সফলতা ও আগামী দিনের বেগবান পথচলার সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক আকরাম হোসেন, বিরামপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রায়হান কবির চপল, সাংগঠনিক সম্পাদক শাহ্ধসঢ়; আলম মন্ডল, অর্থ সম্পাদক সামিউল আলম প্রমুখ।