কোটালীপাড়ায় মাই টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
নাইমুল ইসলাম নাইমঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভি এর ৮ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকি পালিত হয়। গত ১৫ এপ্রিল সকাল ১০টায় এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে, উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোটালীপাড়া রিপোর্টাস ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়। মাই টিভি এর কোটালীপাড়া প্রতিনিধি কাজী পলাশ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গোপালগঞ্জ রিপোর্টাস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম আরিফ, কোটালীপাড়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মোল্যা মহিউদ্দিন, সাধারন সম্পাদক সুধন্য ঘরামী, প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি মিজানুর রহমান বুলু, দৈনিক যুগান্তরের কোটালীপাড়া প্রতিনিধি মেহেদী হাসানাত, দৈনিক সংবাদের কোটালীপাড়া প্রতিনিধি এইচ,এম, কামাল প্রমুখ।