সব

নড়াইলে যৌতুকের দাবিতে গৃববধূকে পিটিয়ে হত্যার অভিযোক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 15th April 2017at 6:39 pm
49 Views

28

উজ্জ্বল রায়ঃ নড়াইলের নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে গৃহবধূ ঝর্ণা বেগম (২৮) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১৪ প্রপ্রিল) রাত ৪টার দিকে তার মৃত হয়। যৌতুকের দাবিতে ঝর্ণার স্বামী মুন্নু মোল্লা (৪২) তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে সজনেরা। শনিবার বিকেলে লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে হলদাহ গ্রামের মুন্নু মোল্লার সাথে নড়াইলের সরুশুনা গ্রামের জাফর মোল্যার মেয়ে ঝর্ণার বিয়ে হয়। এরপর টাকাসহ বিভিন্ন জিনিসপত্রের দাবিতে ঝর্ণাকেই প্রায়ই মারধর করত স্বামী মুন্নু মোল্যা।

শুক্রবার রাতেও ঝর্ণাকে একাধিকবার মারধর করে। প্রাণরক্ষায় ওই রাতে বাবার বাড়িতে আসার চেষ্টা করলেও তাকে আটকে রেখে ব্যাপক মারধর করলে একপর্যায়ে তার মৃত্যু হয়।

তবে স্বামীর বাড়ির সদস্যরা জানান, গুল খেয়ে ঝর্ণা আত্মহত্যা করেছে। ভাই শাহিন ভূঁইয়া বলেন, ঝর্ণার শরীরে আঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে মামলা করব।

নড়াইলের নলদী পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক এসআই সাইদুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শনিবার বিকেলে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর