রোববার থেকেই গেইট লক-সিটিং সার্ভিস বন্ধ হচ্ছে
স্টাফ রিপোর্টারঃ পূর্বঘোষণা থাকলেও শনিবার থেকে রাজধানীতে সিটিং সার্ভিস, গেইট লক, বিরতিহীন কিংবা স্পেশাল সার্ভিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়নি। এর পরিবর্তে আগামীকাল রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ‘রোববার থেকে সিটিং সার্ভিসের মতো সকল ধরনের সার্ভিস বন্ধ হবে। বিভিন্ন পরিবহনের বাস-মিনিবাস সরকার নির্ধারিত ভাড়ায় চলবে।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার পহেলা বৈশাখ থাকায় শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয়নি। তবে আগামীকাল থেকে এর কোনো হেরফের হবে না।’
এর আগে গত ৪ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ বাস মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বিশেষ সভায় সিটিং সার্ভিস, গেইট লক, বিরতিহীন কিংবা স্পেশাল সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
কোনো যাত্রীর কাছ থেকে সিটিং বা স্পেশাল সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলেও সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশ এলাকায় চলাচলকারী বাসগুলোতে সিটিং ও স্পেশাল সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এসব সার্ভিসে মাঝপথে যাত্রী নামলেও শেষ স্টপেজের জন্য নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হয়।
নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকার নির্ধারিত বাসে ন্যুনতম সাত টাকা ও মিনিবাসে পাঁচ টাকা আদায় করা হবে বলে জানান মালিক সমিতির নেতারা।